তোমার যা চাই, আমি দিতে পারি
আমার যা চাই, তুমি দিতে পারো
তুমিও দাও না, আমিও দিই না
কেন যে দিই না! প্রশ্নটা বড়।


আমি দিলে পরে,তুমি পেয়ে যাবে
তুমি পেলে পরে,তখনই তো দেবে
ঠিক বিপরীত, তাও হতে পারে
দিচ্ছি না কেউ,থাকছি নীরবে।


দুজনেরই চাই, তাতে ভুল নাই
দেব দুজনেই, তাও স্বীকারেই
দুজনের আশা, আছে এক পথে
সবই এক, তবু সময় হারাই।


দুজনের জেদ, সম পরিমান
মনে দুজনের, ভরা অভিমান
'পেলে দেব', এই প্রতিযোগীতায়
দুজনেই ধরে রাখছিও মান।


কেউ দিচ্ছি না, পাওয়া হচ্ছে না
তাতেও কিন্তু, চাওয়া কমছে না
দুজনে অটল নিজ ভাবনায়
তাই কি কারোর মন গলছে না!


অস্থির হয়ে দুজনেই আছি
উপরে উপরে স্থির তো রয়েছি
কে যে দেবে আগে,তাই সমস্যা
এর সমাধান হবে কি! ভাবছি।