কে কার জন্য, বলতে কি পারো!


কে কার জন্য, বলতে কি পারো!
চলতে পারো কি, অন্যের পথে!
হয় যদি পথ, জীর্ণ মলিন
পারো কি সে পথ ভালোবাসতে!


তোমার পথটা, ছাড়তে কি পারো!
ধরতে কি পারো, অন্যের পথ!
সে চলায়, যদি এসে যায় বাধা
পালাবে কি তুমি, দেখেই বিপদ!


ঘনিষ্টতাকে, মানতে তো পারো
কেউ ঘনিষ্ঠ হোক, তুমি চাও
যদি তোমাকেই, বিরোধ করে সে
তবে কি ঘনিষ্টতাকে তাড়াও!


বাঁচার জন্য, তুমি করো কাজ
কাজ সেও করে, কাজ করি আমি
বেঁচে থাকবার, সেটাই উপায়
নাকি হতে হবে কারো অনুগামী!


মানুষ চাইবে, শুধুই মানুষ
সমাজের মাঝে, মানুষেরই স্থান
মানুষের সহযোগেও মানুষ
কিন্তু, স্বয়ংসিদ্ধেই মান।


কেউ কারো নয়, সবাই সবার
এটাই বোঝার, আছে প্রয়োজন
কিছুতেই, চলা যাবেনাও আগে
নিজে না চললে, নিজের মতন।


তোমার যে পথ, সেটাই তোমার
অন্যের পথে, তোমার কি কাজ!
সবাই চলবে, যে যার মতন
তাইতেই, সুখ দুঃখের সাজ।


সুবীর সেনগুপ্ত