কে কার সাথে থাকবে, কে জানে!
        ।।সুবীর সেনগুপ্ত।।


ধরা দিলেই তো, কাছে পাবো তাঁকে
তা না হলে, পাশে কি করে যে পাবো!
শক্তি প্রয়োগে, ধরে আনি যদি
থাকবে না পাশে, তাঁকে তো হারাবো।


জোর করে ধরে, আনা তো যায় না
সেটা তো ইচ্ছা বিরুদ্ধ হয়
সে আমার পাশে থাক, চাই আমি
তাঁর চিন্তা তো অন্য ধারায়।


কে পাশে থাকবে, কে যে থাকবে না
আর যে থাকবে, সেটা কার পাশে!
দুটো দিকই হলো সমান জরুরী
কেউ যাবে না তো কারো আশ্বাসে।


পাশে থাকা মানে, সাথে কেউ থাকা
তাহলে একলা থাকা তো যাবে না
প্রতিটি মানুষ এ নিয়ে ভাববে
যে যেমন চায়, তাতে নেই মানা।


যে যেমন খুশী, চাইতেই পারে
চাওয়ার জন্য, কোথায় শর্ত!
পেতে গেলেই তো, শর্ত সামনে
শর্ত মানতে, ঘটে অনর্থ।


সবাই কি চায়, থাকতেই সাথে!
চায় না সবাই, এটাই সত্য
একলা থাকতে, যাঁরা ভালবাসে
তাঁরা খুব কম, বলেই তথ্য।


স্বাভাবিক ভাবে, মানুষ যা চায়
সে তো একজন, ঘনিষ্ঠ সাথী
তাই খোঁজা হয়, খুঁজে ধরা হয়
ধরে দুজনেই, মেনে নিয়ে খাঁটি।


ধরা দিতে চায়, ধরে না তো কেউ
এমন ঘটছে, অনেক সমাজে
ধরতে চাইছে, দিচ্ছে না ধরা
তাও কত আছে, সমাজের ভাজে।


সাথী পেতে চাও, খুঁজেই নাও না!
কেউ ধরা দেবে, ভাবছই কেন!
তুমি দাও ধরা, তাও বলছি না
সন্ধানী মন, দেবে সাথী জেনো।