//কী চিরন্তন সত্য!//


চিরন্তন সত্যের আছি সন্ধানে
অনেকেই যুক্ত আছে এর গবেষনে
কিন্তু কীসের খোঁজ যথার্থ অর্থে!
ব্যস্ত থাকছি কী মায়ার অন্বেষণে!


যত ভাবি ততই তো বিস্ময়ে ভরে মন
যতটুকু জানা গেছে, তাতে কই ইন্ধন!
তবে কী পাবো না কাঙ্খিত গন্তব্য!
শ্রেয় কী সেটাই হবে, দূরে রাখা চিন্তন!


চিরন্তন সত্যের বিষয়টা কী হবে!
প্রাণের উৎস কী, তাই কী জানতে হবে!
নাকি খোঁজা কী করে মনের গঠন হয়!
কিংবা কী ভাবে ভাবনার ছুটি হবে!


প্রাণের অস্তিত্বকে বলব কী বিজ্ঞান!
নিশ্চিত এই জ্ঞান আংশিক পরিমাণ
শুধু এই ভূবনে কী প্রাণের হট্টগোল!
কিছুই খুঁজে না পেয়ে করব কী অভিমান!


চিরন্তন সত্য কী হবে মৃত্তিকা জল
হবেনা এই সত্য ঘন বন জঙ্গল
চিরন্তন সত্য তাই যা অবিনশ্বর
নশ্বর হলে হবে লক্ষ্যই অসফল।


চিরন্তন সত্যকে কজনই জানতে চায়!
খুব কম খুব কম মানুষ এই ইচ্ছায়
মানুষ কী জেনেছে এই জ্ঞান অসম্ভব
কতিপয় পড়ে আছে জেদের বাধকতায়।


সুবীর সেনগুপ্ত