//কী সহজ কাজ উপদেশ দেওয়া//


এই একটি কাজ, খুবই সহজ
সবাই করেও ফেলে
উচিৎ অনুচিতের প্রশ্ন
থাকেই অস্তাচলে।


বলাই তো যায় প্রয়োজনহীন
সবাই কি আর মানবে!
মানলে মানুক, না হয় করুক
হয়ত পরেই জানবে।


প্রয়োজনহীন কাজ কিছু করি
করার কারণ খুশী
এই খুশীর কি আছে প্রয়োজন!
প্রয়োজন একপেশী।


কয়েকটি কাজ করি শখ করে
মনে হয় শখ দরকার
আর যদি বলি, 'শখই জীবন'
সকলের অধিকার।


বহু কাজ শখে, সহজ কঠিন
সে-সব আজকে থাক
প্রকাশ করব আজ সেই কাজ
যাতে সহজের সাজ।


আগেই লিখেছি প্রয়োজনহীন
তবে সেটা নয় ঠিক
কখনো কখনো সেই কাজ হয়
প্রয়োজনের পথিক।


খুঁজতে হয় না, তবুও কি খুঁজি!
বোধহয় অবচেতনে
কিন্তু এ কাজ এসেও তো যায়
প্রায় সকলের সামনে।


সহজ কাজটি কী যে হতে পারে
কৌতূহল কি জাগছে!
এই কাজ হলো, উপদেশ দেওয়া
দিতেই কি মন টানছে!


সুবীর সেনগুপ্ত