//কীসে আছে স্থায়ীত্ব!//


লেখার মাধ্যমে
তান তুলে ধরাধামে
বেঁচে আছে হাসি খুশী অভিমান...
মরনের সাথে হয় অবসান।


চোখের দৃষ্টি দিয়ে
দেখা হয় মন নিয়ে
এঁকে এঁকে দেখালেই প্রকাশিত...
ছবিরও স্থায়ীত্ব স্পষ্ট সীমাযুক্ত।


শ্রবণে ব্যস্ত কান
ধরে রাখে কত তান
প্রযুক্তি বিদ্যার দ্বারা প্রচারিত...
ধরে রাখা শব্দেরও নেই স্থায়ীত্ব।


কীসে আছে স্থায়ীত্ব!
কে জানে এ তত্ত্ব!
স্থায়ীত্ব মানেই হলো অক্ষয়...
সীমানাতে ঘুরে ফিরে ক্ষয়ে যায়।


প্রচার ও প্রকাশ
সবই সীমার দাস
সীমা সীমা চারিদিকে সীমানা...
সমাহিত ভাবনায় আনমনা।


সুবীর সেনগুপ্ত