//কীসে উন্নত! ভেবে দেখেছ কি!//


উন্নতমান অবনতমান
বলবেই নাকি দেখে পরিধান!
নাকি দেখবেই মুখের আদল!
খুঁজতে থাকবে তপন বাদল।


কীসে উন্নত! ভেবে দেখেছ কি!
অবনতমান বলতে চাও কি!
দামী কিনলে কি উন্নতমান!
নাকি স্বচ্ছতা পেয়ে যাবে মান!


অবনতমান হয় না কামনা
উন্নতমান ছাড়তে পারি না
তা তো ঠিক, তবে ভাবতেও হবে
কীসে নির্ণয় স্তরগুলো হবে।


সুন্দর নাকি কুৎসিত মুখ!
আকর্ষণে কি হয়ে যাব চুপ!
এতে আমাদের অবদান নেই
এই দিয়ে কেন নির্ণয়ে যাই!


উন্নতমান সমাজের হবে
সমাজ গড়েছে মানুষের রবে
মানুষের কাজ হলে উন্নত
সমাজের মান উঁচু অবিরত।


সুবীর সেনগুপ্ত