মৃত্যুকে আঁকে জন্মের রূপ!
তাই কি সবাই হয়ে যাই চুপ!
কোন শিল্পী যে আঁকে মৃত্যুকে!
জন্ম কি আঁকে মৃত্যুর রূপ!


মৃত্যুই যদি আঁকে জন্মকে
জন্ম কি করে আঁকবে মরন!
ভেবেই চলেছি সব ভুলভাল
কেন মনে আসে এত দর্শন!


জন্ম এবং মৃত্যুর ছবি
এঁকেছে তো কেউ, লিখেছেও কবি
আঁকা ও লেখার তুলনা করিনা
কি করে করব! সব আজগুবী|


জন্মের জানি শুরু আর শেষ
মৃত্যুর জানি শুধু শুরুটাই
কেউ কি আঁকেনি মৃত্যুর শেষ!
প্রাণ আছে তাই, ভাবনা জড়াই|


জন্ম-মৃত্যু, কার বেশী মান!
এ জবাব দেবে কোন অভিধান!
দুটোই কি নয় অরূপ সৃষ্টি!
কে আর করছে এতে অভিমান!


নিজের জন্ম যেমন দেখি না
নিজের মৃত্যু তাও তো দেখি না
দুটোকেই মনে হয় প্রহেলিকা
এর সমাধান হবে কি হবে না!


জন্ম কি ধাওয়া করে মৃত্যুকে!
নাকি বিপরীত হয় পৃথিবীতে!
জ্ঞানী-গুণীদের বিভিন্ন মত
বলে দেয় না কি ভুল আছে এতে!


জন্মকে চাই, মৃত্যুকে নয়
এর ব্যাখ্যান দেওয়াই তো যায়
জন্মের পরে যে পথ ধরেছি
সে পথ মরনে উধাও যে হয়|