কেন আকাঙ্খা লেখাতেই!
।।সুবীর সেনগুপ্ত।।


তন্ময় হয়ে, লিখতে পারি না
শব্দ আসে না, ঝড়ের গতিতে
অর্থ মেলাতে, হিমশিম খাই
তবুও ফি-রোজ, লিখতেও চাই।


সবশেষে কিছু, লিখেও তো ফেলি
বুঝতে চেষ্টা করি মাপকাঠি
পড়ি বারবার, লেখা একা একা
উপভোগ করি, নিজেরই লেখা।


টেলিভিশনের পর্দায় চোখ
মন পড়ে থাকে, কাগজে কলমে
গভীর রাত্রি, আগে চলে যায়
খুব ধীরে ধীরে, লেখাও এগোয়।


শব্দকোষের সাহায্য নিয়ে
প্রতিশব্দের, খোঁজ করে যাই
যখন নতুন শব্দকে পাই
ছুটে আসে, উৎসাহ অজান্তেই।


লাইনের পর, লাইন লিখেও
ছোট কবিতায়, ভরে না তো মন
ভাবনাতে আনি, পরের লাইন
সরতেই থাকে, অতীতে স্বপন।


কবিতার পর, কবিতা লিখছি
ভরেও যাচ্ছে, কত সাদা পাতা
না কেউ শুনছে, না কেউ পড়ছে
লেখায় যে নেই, কোনো বাধ্যতা।


সকালে দুপুরে, নিশীথেও লিখি
লিখে ফেলি কিছু, সময় পেলেই
লেখার বিষয়, ঘুরতেই থাকে
যে কোনো সময়, এই মাথাতেই।


আসবে কি খ্যাতি! আসবে অর্থ!
সেরকম কিছু, নেই তো চেতনে
তাও উৎসাহ, আসে কোথা থেকে!
পরমপিতাই, দিতে পারে মানে।