//কেন বারবার 'কিছু' 'কিছু' বলা!//


'কিছু' শব্দটা, সব শব্দের একটা
আহামরি নাকি, দু-অক্ষরের শব্দ!
এই শব্দের গুরুত্ব খুব বেশী কি!'
তা তো নয়, তবে এর ব্যবহারে
কথা ঘুরে গিয়ে জব্দ|


'কিছু দিয়ে দাও', সহজেই বলা যায়
কিছু মানে কত, কি ভাবেই ভাবা যায়!
বলে দিয়ে 'কিছু', পার পেতে পারি কি!
কে কি ভাবে নেবে, মানে যে কিছুর!
বিশ্লেষণ কি করা যায়!


কিছু সন্মান পাওয়া যায় নাকি!
নাকি হতে পারে কিছু ভালো মন!
কথায় কথায় বলে দিলে 'কিছু'
কেউ খুশী হলো, কেউ স্তম্ভিত
কারণ, মগজে কিছুরই আবরণ|


কিছু মেনে নেব, কিছু মানব না
তার মানে, অভিমতেই নির্বাচন
নির্বাচন কি হবে আদৃত!
হবে কি হবে না, সেটা নেই জানে!
তবুও কিছুর সাথেই ইউনিয়ন|


চোখ মেলে ধরে, দৃষ্টি সামনে
যা আছে সামনে, সবই দেখব
দেখা গম্ভীর, কিংবা অলস
দেখতে কোথায় 'কিছুর' যে স্থান!
কেন 'কিছুতেই' পড়ে যে থাকব!


কথা যদি হয়, উদ্দেশ্যবিহীন
যা এলো মনেতে, বলে ফেললাম
'কিছু' শব্দটা ব্যবহার করে
অর্থ হারালো, ব্যস কিছু পড়ে
কথোপকথন শেষ হলো জানলাম|


কিছু খেতে দাও, হামেশাই শুনি
তারপরে দেখি, আহার এসেছে
যার তরে এলো, সেই তো বললো
এতো কমে কারো পেট ভরে নাকি!
'কিছু' বলেই কি, ভুল করেনি সে!


কিছু সংস্কার, মেনে চলা ভালো
কিছু ভদ্রতা থাকতে তো হবে
যাকে বলা হলো, ঝাঁঝিয়ে উঠলো
কিছু তো মানছি, তাও খুশী নও
তবে কি 'কিছুর' মানহানি হবে!


যেটা চাই, সেটা স্পষ্ট বলোনা
কতটুকু চাই, বললেই হয়
এ সব না করে, কেন 'কিছু' বলো!
পরিমান, পরিমাপ আর সংখ্যা
নিয়ে চললেই, লেঠা চুকে যায়|


সুবীর সেনগুপ্ত