কেন ভালবাসা হয় না সরল!
                    ।।সুবীর সেনগুপ্ত।।


শূন্যে হয়ত, ভালবাসা খেলছে
ভালবাসা, সে তো বাতাসেও খেলছে
সে খেলায়, যোগ দিতে পারা যায় কি!
সেই প্রশ্নই, এই মনটাতে দুলছে।


গঠন করতে, এক ভালবাসা
অনেক তো নয়, লাগে দুই প্রাণ
প্রাণের অভাব, কোনোখানে নেই
মিল এর অভাবে, ভালবাসা ভান।


কি কি মিল হলে, ভালবাসা হবে!
বই ঘেটে ঘেটে, হই হয়রান
নিশ্চিত লেখা, কোত্থাও নেই
আছে মতামত, আর অনুমান।


ভালো ভালো কথা, মিষ্টি মধুর
বললেই, ভালবাসা সহজেই
তারপর সব, বদলেও যায়
অভিশাপ আসে, ভালবাসতেই।


হলে ভালবাসা, দ্বায়িত্বহীন
অভিশাপ, তাতে বোধহয় কম
দেখতেও পাই, সমাজের মাঝে
এরকম, ভালবাসা মনোরম।


ভালবাসা সুখ পেতে চাই নাকি
করে সুযোগের সদ ব্যবহার!
প্রতিবাদ করে হয়ত বলবে
মানতে পারি না, এ তো নিরাধার।


যত ভালবাসা, আকাশে বাতাসে
সব আশাহীন, সব নির্মল
আর এক প্রাণ, যুক্ত হলেই
ভালবাসা আর, থাকেনা সরল।


কত গবেষণা, ভালবাসা ঘিরে
ফলাফল গুলো, নানান রকম
যথার্থ, কোনো সংকেত নেই
ভালবাসা, বুঝে ওঠা দুর্গম।


হোক না যতই, দূর্গম পথ
সব্বাই, খুঁজে যায় ভালবাসা
ভালবাসা, ধরা দিক বা না দিক
শুধু ভাটাতেও, থেকে যায় আশা।