পরিকল্পনা কার ছিল, বলো!
পৃথিবী গ্রহটা তৈরী যে হলো
পরিকল্পনা ছাড়াই সচল
শুধু এই গ্রহে প্রাণ চঞ্চল|


এক নয়, নয় শত সহস্র
তৈরী হয়েছে, গ্রহ অজস্র
সংখ্যাতে কত! বলাই যাবে না
এ যেন সাগরে ভরা জলকণা|


আমাদের অবদানে পরিচিতি
ভুবন, পৃথিবী, কিংবা অদিতি
নামে এই গ্রহ নিশ্চিত ধনী
প্রাণ ধরে রেখে, হয়েছে ধরণী|


এ তো এক গ্রহ, নয় ইমারত
কখনই নয় রাজষিক রথ
দক্ষতা আর অর্থ কি পারে
স্থাপন করতে গ্রহ দরবারে!


এক পরিচয় সৌরজগতে
এ গ্রহের স্থান আছে আবর্তে
আরও সাথী নিয়ে ঘুরেই চলেছে
ঘোরার শক্তি কি ভাবে আসছে!


জানা নেই কার পরিকল্পনা
কোন পদ্ধতি, তাও তো অজানা
কিন্তু গড়েছে, আমাদের গ্রহ
এটাকেই জানি, আর এতেই মোহ|


যে ভাবেই হোক, গড়ে তো উঠেছে
ধ্বংস হবে না! কার জানা আছে!
কত যে প্রাচীন, তার হিসেবে নেই
ভাবনার কোলাহল এই মনেই|


প্রাণের জন্য আবাস তো চাই
তাই কি গড়েছে এ পৃথিবী, ভাই!
অথচ প্রাণ তো, ক্ষণকাল থাকে
ভুবন কি নয়, অমর আলোকে!


আমরাই করি পরিকল্পনা
তাতে থাকে, শুধু স্বার্থের দানা
না পারি বাড়াতে, না পারি কমাতে
পৃথিবীর আয়ু, অজানার খাতে|


গ্রহ উপগ্রহ, সব প্রহেলিকা
যা জেনেছি, তাতে সব ক্ষীণ রেখা
অনুমান, আর শুধু অনুমান
বেয়াদব মনে, ধারণাই মান|


কেন এ পৃথিবী!!!