কেন এমন হয়!
ভুল না করেও, ভুলের মাশুল
সদাই দিতে হয়!
তোমার কৃতকার্য্যে
আমার মন যে  দুঃখে ধায়|


কেন এমন হয়!
কাজের দিনে ছাড়তে সজ্জা
ভীষণ কষ্ট হয়!
ছুটির দিনে
ভোরবেলাতে নীদ্রা ছুটে লাগায়|


কেন এমন হয়!
দান না করেও দাতার আসন
লব্ধ হয়ে যায়!
দাতা হয়েও
দাতার দরজা কারণহীন হারায়|


কেন এমন হয়!
যখন ব্যস্ত তখন অন্য
কর্মতে মন যায়!
অলস দিনে
অন্য কর্মে আলস্যতা ছায়|


কেন এমন হয়!
শস্য ক্ষেতের সবুজ হাসি
নির্জীব হয়ে যায়!
চাষের জমি
বেঁচে দিয়ে চাষার মরন হয়|


কেন এমন হয়!
মন না দিয়েও অন্য মনের
ভালবাসা ধায়!
অন্তর দিয়ে
ভালোবেসেও ভালবাসায় ছাই|


কেন এমন হয়!
সার না দিয়েও যত্ন ছাড়াই
গাছের বৃদ্ধি হয়!
যত্ন নিয়েও
বৃক্ষ মরে, কারণ যে না পাই|


কেন এমন হয়!
কথার প্যাঁচে মানুষ খোঁজে
স্বার্থ সীমানায়!
সরল হয়েও
কঠিনতার শিকার হতে হয়|


কেন এমন হয়!
ব্যয়ের সীমা এগিয়ে গিয়ে
বাঁধনহারা হয়!
বাঁধনবিহীন
শান্তি চেয়েও সীমায় বেঁধে যায়|


কেন এমন হয়!
সুখের পাহাড় চড়তে গিয়ে
অসুখ পথে পাই!
অসুখ নিয়ে
প্রফুল্লতায়, সুখকে খুঁজে পাই|


কেন এমন হয়!
আমার জীবন চলতে চলতে
ওদের মতন হয়!
নাটক তো নয়
তবু জীবন, হয় যে অভিনয়|


কেন এমন হয়!
নীতির বাক্য বই এর পাতায়
কথায় শোভা পায়!
নীতির প্রয়োগ
কৈফিয়তের সুক্ষ জালে জড়ায়|


কেন এমন হয়!
একটি আসন অনেক মানুষ
লড়াই বেঁধে যায়!
অনেক আসন
একটি মানুষ, আসন খালি রয়|


কেন এমন হয়!
জাত ও পাতের সংখ্যাতত্ব
প্রধান হয়ে যায়!
শিক্ষা দীক্ষা
নিয়েও মানুষ, অশিক্ষিত হয়|


কেন এমন হয়!
আনন্দ-তান রাখতে ধরে
গান প্রয়োজন হয়!
দুঃখের ক্ষণ
খুব সহজেই, সঙ্গীর স্থান পায়|


কেন এমন হয়!
সত্য মিথ্যে কথার স্রোতে
উল্টে পাল্টে যায়!
বিশ্বাস নিয়ে
ক্ষতির পথে মানুষ ছুটে যায়|


কেন এমন হয়!
নিজের মতন থাকতে চাইলে
তর্ক এসে যায়!
সবার মতন
হয়ে গেলেই, তর্ক আর কোথায়!


কেন এমন হয়!
জীবন যাত্রা শুরু থেকেই
আশায় ভরে যায়!
আশার অন্ত
দেখতে, মানুষ অগ্রগামী হয়|


কেন এমন হয়!
বেশী আশাই নিরাশাতে
পরিবর্তিত হয়!
অল্প আশার
পরিবর্তন, সহনযোগ্য হয়|


কেন এমন হয়!
শেষ যাত্রায় যাত্রী হয়েও
গমন স্তব্ধ হয়!
এমন যাত্রা
ছিল নাকি কারোর কামনায়!