বলছিস তুই, 'ভালবাসি তোরে'
আয়-না কাছেই, দেখি ভালো করে|
তোর মুখে, এই কথা শুনে ভাবি
কেন এঁকেছিস, ভালবাসা ছবি!


কি আছে আমার, যা আমি জানি-না
তোর চোখে সেটা, হয়েছে গয়না|
এক তরফের, ভালবাসা হয়
এ ক্ষেত্রে সেটা, প্রযোজ্য নয়|


আমি জানিয়েছি, তোকে ভালবাসা
তুই দূরে থেকে, খেলছিস পাশা|
দিয়েছি যে মন, ফেরাব কি করে!
যা বলিস তাই, শুনি বারে-বারে|


শুধু কথায় কি, ভালবাসা হবে!
ভালবাসা, সাথে রাখতেই হবে|
কথা আছে, কথা থাকবে জীবনে
না হলেও, ভালবাসা এ পরানে|


বার-বার, একই কথা বলে যাস
কাছে আসবার, কোথায় প্রয়াস!
ভালবাসা নিয়ে, ভাবিস কি তুই!
মন দেয়া-নেয়া, ভালবাসাতেই|


পারবি কি তুই, মন দিয়ে দিতে!
পারলেই, কাছে পারবি আসতে|
তোর কথাতেই, হয়েছি বেতাল
শুনে শুনে এই, মনটা উতাল|


আর বলিস না, ভালবাসি তোকে
যা বলার বল, হাতে হাত রেখে|
আছে নাকি তোর, মনে কোনো ছল!
জানিস না তুই, ছল হল খল!


ভাবনার মাঝে, আনলে সমতা
পারবি বুঝতে, কি চায় মনটা|
ভালবাসা টান, বড় অদ্ভুদ
যে কোনো বাধায়, এ টান অটুট|


লুকোচুরি খেলে, কি যে মজা তোর!
আমি চিন্তাতে, হয়েছি বিভোর|
খাতা পেন্সিল, হয়েছে খোরাকি
এক বসে বসে, ভাবি আর লিখি|


আমি সইব না, আর কোনো দেরী
না আসিস পাশে, খুলে দেব তরী|
তরী নিয়ে যাব, উজানে ভাটায়
দিয়ে দেব মন, নিসর্গতায়|


ভুলতে হবে যে, তোর কথাগুলো
যাতে জমে গেছে, মিথ্যের ধূলো|
শেষ বিদায়ের, সময় চাই না
তোর কথা হোক, মনের আয়না|


তরী ভাসাবার, আগে বলে যাই
কোনো জীবনের, নেই স্থায়ী ঠাঁই|
জীবন যেমন, সেটাই মেনেছি
অভীষ্ট ফল, দূরেই রেখেছি|


কামনায় নেই, তোর কোনো ক্ষতি
ভাল থাক, নিয়ে এক সদ্গতি|
আর নয়, আর নয় ভালবাসা
সুখ খুঁজে নিয়ে খেলছিও পাশা|