হাসির মধ্যে প্রাণস্পন্দন শুনছি
সব হাসি নয়, কিছু কিছু হাসি, মানছি|


দেখেও ফেলছি বেশ কিছু মাপা হাসি
এ যেন অঙ্ক, ফলাফল রাশিরাশি|


কাষ্ঠ হাসির সঙ্গেও দিন কাটছে
হাসির তাড়না মনটাকে চেপে রাখছে|


নিষ্টার সাথে যে হাসি, সে হাসি টানছি
কাছে রাখবার প্রয়াস করেও যাচ্ছি|


মুচকি মুচকি হাসি দেখে কিছু বুঝছি
ভাবে ভরা এই হাসির মধ্যে ডুবছি|


অট্টহাসির সাথে পরিচয়ও হয়েছে
এই হাসিতেই প্রাণ মন খুলে গিয়েছে|


অবনত মুখে হাসি দেখে কি যে পাচ্ছি!
হাসির কারণ অপমান নাকি, ভাবছি!


দমকা হাসির সামনেও পড়ে যাচ্ছি|
হলেও তেমন, সামলাতে আমি পারছি|


যে হাসিতে ভরা অবজ্ঞা অসম্মান
সে হাসিতে আমি পাই না হাসির তান|


লুপ্ত হাসি কি হবেই মুচকি হাসি!
যে যাই ভাবুক, কেউ কি যাবেই ফাঁসি!


ক্রূর হাসি দেখে রক্ত শীতল হচ্ছে
বিমূঢ় মনের মধ্যেও ঘৃণা ভরছে|


স্বপ্নের মাঝে হাসিকে তুমি কি বলবে!
অবচেতনার মনকে কি ভাবে পড়বে!


দমফাটা হাসি দেখে খুশী হয় মন
ভাবতেও থাকি সুন্দরতর ক্ষণ|


শিশুকে জন্ম দিয়ে মা'র মুখে হাসি
এ হাসি পেতেই মা'ও ছিল অভিলাষী|


শুষ্ক হাসিতে ভরতেও মুখ দেখেছি
কাষ্ঠ হাসির সঙ্গে তুলনা করেছি|


ভদ্রতা হাসি চলতে ফিরতে হাসছি
মনে রাখবার প্রয়োজন নেই, মানছি|


শিশুর হাসির নির্মলতাকে চাইছি
পাবনাকি কোনোদিন, সংশয়ে পড়ছি|


বিকৃত হাসি হবে নাকি ক্রূর হাসি!
কি যে পাওয়া যাবে তুলনাতে পাশাপাশি!


স্মৃতির হাসি যে ক্ষণকাল থাকে, জেনেছি
এ হাসি যে মৃত, সেটাও মেনেও নিয়েছি|


আড্ডায় করি হাসাহাসি আজেবাজে
এর দরকার আছে জীবনের মাঝে|


হাসতে থাকলে শরীর হয় রোগহীন
জেনেও হাসি-না, কেন হাসি হয় দীন!


নিষ্পাপ হাসি পেতেই ব্যাকুল অন্তর
পাব কি আদৌ, দ্বন্দ্বের মাঝে অবসর|