কেন হতে যাব, আমি এক যোগী!


কেন বলব না, গ্রাম ভালো লাগে!
বলব না কেন, হব সাধারণ!
কেন মানব না, নিয়মের ধারা!
যে যাই বলুক, নই দিশাহারা|


প্রকৃতিকে আমি, মর্যাদা দেব
সব মানুষকে, একই ভাববো
সমালোচনায়, রাখব না দাবী
মিথ্যে অভাবে, হবনা অভাবী|


যেটা মনে হয় সত্য, বলব
বাহানাকে হানা, কেন দিতে দেবো!
যেচে সহায়তা, করতে যাবো না
সহায়তা, আমি ভুলেও যাবো না|


শ্রদ্ধাকে আমি শীর্ষে রাখব
ভালবাসা দিতে চেষ্টা করব
যখন খোঁজার, হেতু খুঁজবই
কেউ সাথ দিলে, কৃতজ্ঞ হবই|


'কথা রাখো তুমি', কেন চাইব না!
'কথা দেবো আমি', সেটা ভাঙব না
জীবনের দর্শন, যা বুঝেছি
তাই পুঁজি করে, এগিয়ে চলেছি|


পুজো করবই, রীতিতে যাবো না
ঈশ্বর, কোনো রূপে মানব না
প্রার্থনা করে, নেব আনন্দ
গড়ব আমার, চলার ছন্দ|


করব সে কাজ, যে কাজ পারব
শরীর না দিলে, 'না' বলে দেবো
দেখতে চাইব, হাজার স্বপ্ন
সে সব আমার, খেয়ালে রত্ন|


নিজের আয়েই জীবন চালাবো
তাতে যা হবে না, দূরেই রাখব
হিসাব করব, প্রয়োজন মতো
'লাভ' করব না, জীবনের ব্রত|


মানবই, এই শরীর মুখ্য
এই শরীরকে, দেব না দুঃখ
সহজ উপায়ে, করব যত্ন
মনটাকে রেখে, কাজেই মগ্ন|


সরলতাতেই, সঁপেছি জীবন
তাই সাথী করে, দেখব  মরন
করব না, নিজেকেই প্রতিযোগী
হতেও চাই না, আমি এক যোগী|


সুবীর সেনগুপ্ত