কেন হতে যাবো, আমি সম্রাট!!!


কেন হতে যাবো, আমি সম্রাট!
আমি সাধারণ, নেই বিভ্রাট।
কী যে সাধারণ, সে তো আমি জানি
এতে ভাসিয়েছি, আমার তরণী।


সম্রাট দেখা, দূর থেকে হয়
দেখে দেখে বুঝি, ক্লান্ত হৃদয়
করবই কেন, হৃদয় ক্লান্ত!
একা থাকি বেশ, আমি নিরালায়।


জানি আমি, সম্রাট অতি ধনী
আমি ধনী নই, কিন্তু কি ঋণী!
আমি নই ঋণী, তবে সাধারণ
খুলতে পেরেছি, প্রাণের বাঁধন।


প্রাণ ভালবাসি, তা নয় জটিল
আমার দখলে, হাসি অনাবিল
করতে হয় না, কোনো আপসোস
খুঁজতে হয় না, কারো কোনো দোষ।


বেঁচে থাকা, সম্রাটের আদর
সামনে পিছনে, লট ও বহর
কাঁধে রাজত্ব, তবু নেই ভার
ইচ্ছা মতন, করে অবিচার।


প্রজারা করতে পারেনা বিবাদ
করলেই, বেড়ে যাবে যে বিষাদ
সম্রাট ভাবে, সে মহাপুরুষ
প্রজারা, নিম্ন স্থানের মানুষ।


সম্রাট, তার বাবা সম্রাট
ছেলে আর নাতি, হবে সম্রাট
কপালে লিখন হলে সম্রাট
গুণ দিয়ে হয় না তো সম্রাট।


চাইলে কি, হতে পারি সম্রাট!
সেই কামনায়, কোথায় প্রভাত!
এ তো ব্যস চাওয়া, হতেই চাই না
সম্রাট হলে, সরলতা কানা।


সুবীর সেনগুপ্ত