গুনতে পারি না অগুণিত তারা
পারি না চলতে অগুণিত পথে
ঢুকব কি করে অগুণিত মনে!
অগুণিত হাসি দেখে মন টানে|


অগুণিত পাতা ঝরে রোজ রোজ
ফুল অগুণিত ঝরে অজানাতে
অগুণিত গ্রহ উপগ্রহ নিয়ে
এই ব্রহ্মাণ্ড কোন সীমানাতে!


অগুনিত দ্বার খুললে কি হবে!
ঢোকা যে বারন অগুনিত দ্বারে
অগুনিত কামনাকে মনে ধরে
আশা অগুণিত ভরছে আধারে|


অগুণিত প্রাণ নিয়েই ভূবন
বেঁচে আছে অগুণিত ধারা নিয়ে
মানুষের অগুণিত কুতূহল
অগুণিত খোঁজা চলছে এগিয়ে|


হলেই সকাল, অগুণিত তান
কালো অগুণিত নিশীথের কোলে
অগুণিত যত নিয়মের ধারা
অগুণিত ভাবনার মাঝে দোলে|


অগুণিত তাও অতি দুর্লভ
আসছে কোথায় অগুণিত ধন!
অগুণিতবার শুধু প্রচেষ্টা
হই অগুণিতবার অসফল|


অগুণিত ধন না পেলেও, চাই
ভালবাসা হোক অগুণিতবার
শুধু অপেক্ষা অগুণিতবার
অগুণিত কেন, একবারও নেই|


অগুণিত নয় বয়সের ভার
রোজ গুনে যাই অগুণিতবার
কেন পড়ে থাকি 'অগুণিত' নিয়ে
আর নয় ভাবা অগুণিতবার|