পরের উপর হয়ে নির্ভর
হবে নাকি ভালবাসা ঊর্ব্বর!


ঊর্ব্বর হবে ভালবাসা, যদি
মোহনায় এসে মিশে যায় নদী|


অপরূপ মোহময় এ জীবন
যদি থাকে ভালবাসা অনুক্ষণ|


মানবে! মানোনা তোমার ধর্ম
করতে থাকোনা অঢেল কর্ম|


মিশে গেলে কাজ আর ভালবাসা
দূর হয়ে যাবে সকল নিরাশা|


কি রকম এই শর্ত, ভাবছি
নির্ভর হতে হবেই, বুঝেছি|


কোনো একজন ভালবাসলেই
তবেই ভাসব ভালবাসাতেই|


কেন কেউ ভালবাসবে আমাকে!
এই প্রশ্নের জবাব কে রাখে|


কেন অপেক্ষা করেই থাকব!
নিজ ইচ্ছাকে ছড়িয়েও দেব|


নির্ভরতায় ভালবাসা নেই!
গ্রহণযোগ্য করতে হবেই|


মনের মিলেই ভালবাসা হয়
শুনেই আসছি এ-যাবতময়|


মনের মিলেই, ভালবাসা হলো
তারপর মিল, কোথায় যে গেল!


তবে কি মনের মিল, সব ধাঁ ধাঁ!
আজ রঙচঙে, কাল সব সাদা|


ঘুরে ফিরে, সেই নির্ভরতায়
কেন ভালবাসা, কঠিনতাময়!


হলে সৌভাগ্যের অধিকারী
ভালবাসা এসে যাবে তড়িঘড়ি|


কার ভাগ্যে যে আছে ভালবাসা!
তার নাকি, যার আছে স্থির দিশা!


নির্ভর হতে হলে, আমি হব
কিন্তু তাতে কি ভালবাসা পাবো!


কোথায় প্রাতিভু! যদি থাকে, বলো
দিক ভালবাসা, আস্থাতে আলো|