//কেন করা আশা অযথাই//


কতই বা আর হবেই দীর্ঘ এই দিন!
নয় খুব বেশী, হবেই কী আর বলতে!
এক সীমানার প্রাচীর ছাড়িয়ে যাবে না
দীর্ঘ না হয়ে থাকবেও দিন সীমানাতে।


দীর্ঘ দিন এর আশা না করাই ভালো
যে তরী ডুবেছে, তাতে কেন জল ঢালো!
গতিহীন হয়ে যে তরী জলের উপর
সেই তরীতেই জ্বালো-না একটি আলো!


সুবীর সেনগুপ্ত