স্বপ্নকে আমি ভাবিনা কখনো রত্ন
করতে চাই না স্বপ্নের কোনো যত্ন|


নিশ্চয়ই চাই অনেক স্বপ্ন নীদ্রায়
স্বপ্নে ঘটনা থাকে নীদ্রার সীমানায়|


মেলাতে চাই না স্বপ্নের সাথে বাস্তব
আমার স্বপ্ন হয় না জ্ঞানের অর্ণব|


স্বপ্ন হেঁয়ালি, এই বিশ্বাসে আছে মন
কিন্তু নিশীথে স্বপ্নকে করে নিই আপন|


জাগ্রত মন জীবনে দুই তৃতীয়াংশ
স্বপ্ন পারে না নিতে তার কোনো অংশ|


বাকী জীবনটা কেটে যায় অচেতনে
সেখানে স্বপ্ন পায় প্রাধান্য অভিমানে|


স্বপ্ন কেবলি স্বপ্ন, নয় তো কল্পনা
স্বপ্ন কি করে কাটবে এ মনে আল্পনা!


কোনো স্বপ্নকে করা যায় না তো বন্দী
না পারি করতে স্বপ্নের সাথে সন্ধি|


কোন স্বপ্নকে ডেকে পাই আমি পাশে!
স্বপ্ন হয় না পরাধীন কোনো দেশে|


তাই তো করেছি স্বপ্নকে উপেক্ষিত
আসলে আসুক, ভুলেই থাকব নিশ্চিত|


পড়তে চাই না স্বপ্নের কোনো প্রভাবে
স্বপ্নের সহায়তাও চাই না অভাবে|


স্বপ্নকে যদি ভাবি মরিচীকা, ভুল কি!
স্বজ্ঞানে কেন আসে না, তার কারণ কি!


ঘৃণা তো করিনি স্বপ্নকে আমি কোনোদিন
অক্লেশে পাওয়া স্বপ্নকে নিয়ে মন রঙ্গীন|