অনেক তিক্ত, ছিল শব্দটা
তবুও সেটাকে, হয়েছে মানতে...
মিষ্টি হয়েছে,পরে সে শব্দ
ধৈর্য্যের বাঁধ, হয়েছে বাঁধতে|


তিক্ত শব্দ, তিক্তই হয়
এমন শব্দ, নেই বাসনায়...
তিক্ত শব্দ, রাগের অস্ত্র
এই অস্ত্র কি, আসে ক্ষমতায়!


অভিধান, খুঁজে খুঁজে হই সারা
পাই না তিক্ত, শব্দের খোঁজ...
যা শুনি শব্দ, এখানে ওখানে
তার মাঝে পাই, রিক্তকে রোজ|


আজ যে তিক্ত, কাল সে মধুর
কি কারণে হয়, পরিবর্তন!...
উদ্বায়ী মন, কি ভাবে যে চলে!
জানলেই, জানা যাবে সে কারণ|


ছোটবেলা থেকে, কেউ শেখায় না
এক এক করে, তিক্ত শব্দ...
কথোপকথনে, সামনে আসলে  
ব্যাখ্যাতে আসে, সে সব শব্দ|
কেন মনে আসে তিক্ত শব্দ!!!


তিক্ত শব্দ, গালাগালি নাকি!
শুধু তাই হলে, ব্যবহার নেই...
কিছু শব্দ যা, আছে অভিধানে
যার ব্যবহারে, যেতেও না চাই|


জেনে শুনে হয়, অপব্যবহার
রোষ এর প্রকাশ, গালাগালিতে...
তিক্ত শব্দে, নেই সমাধান
বিশ্লেষণেও, যাবে অবসাদে|


ওই যে বলেছি, মন উদ্বায়ী
তার সাথে যদি, রাগ এসে যায়...
কি কথা ছুটবে, মুখ খুললেই!
অনুমানগুলো, থাকেই দ্বিধায়||


যতই হোক না, কেউ সজ্জন
তারও আছে, এক উদ্বায়ী মন...
কখন সেই মন, লাফিয়ে উঠবে!
প্রশ্ন সেটাই, জানা প্রয়োজন|


কে বলতে চায়, তিক্ত শব্দ!
তিক্ত মনের, যারা অধিকারী ...
তারা নির্মম, অনুভূতিহীন
হিংসা-লোভের, তারাই পূজারী|


উচিত কি নয়, করা প্রতিজ্ঞা!
ত্যাগ করা, সব তিক্ত শব্দ...
আদর্শ এক, সমাজ গড়তে
করতে হবেই, ত্যাগকে লব্ধ|