একটি শব্দ খুঁজব বলেই
খুললাম অভিধান
অনেক শব্দ চোখের সামনে
হারালো খোঁজার মান|


শব্দে শব্দে ভরা সব পাতা
কিছু কিছু জানা শব্দ
অজানা শব্দগুচ্ছকে নিয়ে
আমি হয়ে যাই জব্দ|


মনে হয় আমি সব শিখে ফেলি
তা কি হবে সম্ভব!
একটি অজানা শব্দকে পড়ি
বেড়ে যায় অনুভব|


শব্দ আমার ভালো লাগে, তাই
হাতে নিই অভিধান
সময় কোথায় আগে চলে যায়
করি তার সন্ধান|


অভিধান পড়ি গল্পের মতো
সব থাকে না তো মনে
যে সব শব্দ মনে থাকে, তাই
ব্যবহার করি দিনে|


অভিধান দেখে শব্দকে শেখা
বুঝেছি নয় সহজ
ভাবে এনে নিয়ে সাধারণ কথা
তারপরে করি খোঁজ|


পৃথিবীতে শত শত দেশ আছে
আছে প্রায় তত ভাষা
অজানার ভাষার শব্দ জানতে
অভিধান দেয় আশা|


শব্দ ছাড়াও কখনোতো খুলি
অভিধান অকারণে
অভিধান হয়ে গেছে এক সাথী
অবসরে দেয় মানে|


সব ভাষাতেই গড়ে সাহিত্য
হয়ে যায় অনুবাদ
দুরূহ এ কাছে অভিধান আসে
কাজও হয় অবাধ|


আজ অভিধান হাতের মুঠোয়
তবুও অন্ধকারে
মানুষের মন কি ভাবে যে চলে
অভিধান থাকে আঁধারে|


কেন অভিধান!