কেন পরহিত ছেড়ে দিতে চাই!


পরহিতে মন ছিল সেইদিন
যেদিন ছিল না মনে নিজ হিত
নিজ হিতে আজ ভরা কেন মন!
কেন ভাবগুলো আজ বিপরীত!


অতীত খুঁড়তে কেন চায় মন!
বর্তমান কি গাইছে না গীত!
হতে চাই সাথী মধুর গীতের
মন চাইছে না বাঁধা-ধরা রীত|


যৌবনে মন ছিলই সবল
নির্ভীক হয়ে ছুটেছিল মন
পরিনাম নিয়ে ছিল না শঙ্কা
এখন সে সব হয়েছে বিরল|


পরহিতে আজ এ মন কাঁপেনা
বদলে গিয়েছে পুরোনো ভাবনা
নিজ হিত নিয়ে ভাবার কারণ!
পরিহিত করে হয়েছি যে কানা|


এক এক প্রাণ, এক এক স্বত্বা
নির্ভরতায় আনা হয় কেন!
আমার বিবেক বুঝতে পারেনি
বোঝার প্রয়াস এখনো থামেনি|


'পরিহিত ভালো', সকলেই বলে
নিজ জীবন কি পরহিতে চলে!
চলেনা, চলেনা, কখনো চলেনা
তাই তো আমার, ভাবনা অতলে|


নিজে সংকটে, মন পরহিতে
গবেট কি আমি, আমারই মতে!
'ধনীদের বেশী পরহিতে মন'
এও যে সঠিক, পারিনা মানতে|


নিশ্চিত আছে, কতিপয় লোক
যাঁরা পরহিতে সঁপেছে জীবন
তাঁদের সংখ্যা এতই যে কম
ব্যতিক্রমেই তাঁদের স্মরণ|


যদি মনে করি, পরহিতে নাম
একেবারে ঠিক, তাই পরিনাম
সে নাম হারিয়ে যায় সহজেই
কদাচিৎ কোনো নাম পায় দাম|


পরহিতে ঝোঁক, যার হয় হোক না
কেউ তাঁকে বাধা দিতেও যাবে না
'বিনিময় নেই পরিহিত কাজে'
এটা ভুলে গেলে, ফল ফলবে না|


||সুবীর সেনগুপ্ত||