স্বান্তনা শুধু দুঃখেই আসে
আনন্দে কেউ দেয় না
তন্ন তন্ন করে খুঁজে যাই
স্বান্তনা ধরা দেয় না|


তবে কি আমার কাছে আনন্দ!
সেটাই হবে বোধহয়
আমিও তো চাই কিছু স্বান্তনা
আসবে কি আঙিনায়!


দুঃখ যখন এসেছে জীবনে
কোনো কারণেই এসেছে
স্বান্তনা এলে, কারণ যাবে না
সাধারণ মন জেনেছে|


সকলেই বলে, স্বান্তনা এলে
হালকাই হয় দুঃখ
এই নিয়মে তো, বেশী স্বান্তনা
দূর করে দেবে দুঃখ|


কিছু হারালেই, আসে স্বান্তনা
ঘিরে ফেলে চারপাশ
যার হারিয়েছে, সেকি চায় সেটা!
নাকি সে হারায় বিশ্বাস!


জীবনে হারানো হতেই থাকবে
না হলে, জীবন মানে কি!
হারানোর পরে, নতুন আসবে
না আসলেও, ক্ষতি কি!


যার অনুভবে, সদা আনন্দ
তার স্বান্তনা লাগে না
সে করেছে তার মনকে শক্ত
দুঃখকে ধরে রাখে না|


স্বান্তনা চেয়ে ভুল যে করেছি
হয়েছে তা বোধগম্য
দুঃখই হোক, হোক আনন্দ
জীবন আমার রম্য|


কেন স্বান্তনা!