কেন সব প্রাণে সৃষ্টি হয়নি একই বোধ!!!


যে রাত আমার শত্রুর কাছে
আমিও সেই একই রাতে আছি
তবে নেই দুটি চেতনার মাঝে কোনো মিল...
একটি চেতনা স্বার্থ জড়িয়ে
নকশা কাটছে লাভ ক্ষতি নিয়ে
আর এক চেতনা অপ্রাসঙ্গিক বলয়ে।


যেই দিন আমি কর্মে ব্যস্ত
সেই একই দিনে শত্রু ত্রস্ত
একই সময়েই ভালো ও মন্দ কাজ...
কী অননুগামী স্বাদ বিস্বাদ
মেলানো মেশানো খাদ ও নিখাদ
একই সময়ের মাঝে ছোট বড় খাঁজ।


যে সাঁঝের বেলা আমি শুনি গান
সেই সাঁঝে অরি মানে না বিধান
বিপরীত কাজে আমরা দুজনে লিপ্ত...
কি বিতর্কিত জীবনের ধারা
কারো অবসর, আর কারো তাড়া
জীবন কখনো আঁধারে, কখনো দীপ্ত।


যে কাজে আমার খুশী থাকে মন
সেই কাজ করি দিয়ে প্রাণমন
আর একই কাজে শত্রু করে বিরোধ...
এ কি বিদ্রুপ, নাকি এ ছলনা!
কত বিপরীতে যায় যে ভাবনা!
কেন সব প্রাণে সৃষ্টি হয়নি একই বোধ!


সুবীর সেনগুপ্ত