//কেন তুই ফিরে এলি! ইচ্ছাতে বাধা দিলি//


এক পা এগিয়ে গেলি
তারপর থেমে গেলি
কে দিলো আদেশ তোকে থামতে!
সংশয় মনে মেখে
এদিক ওদিক দেখে
ফিরে এলি পিছনের পানেতে|


এক পা এগিয়েছিলি
কার ঠেলা খেয়েছিলি!
নাকি গিয়েছিলি আগে ইচ্ছাতে!
তাই হলে, তোকে বলি
ঠিক কাজ করেছিলি
ইচ্ছাতে খোলে পথ প্রগতিতে|


কেন তুই ফিরে এলি!
ইচ্ছাতে বাধা দিলি
শংকা কি নেই তোর ক্ষতিতে!
কোন ভয় মনে নিলি
ইচ্ছাকে খোঁচা দিলি
চলতে চাসনা নাকি গতিতে!


একটা জীবন পেলি
খুশী তাতে ভরলি
যে ভাবেই হোক, হবে এগোতে...
দ্যাখনা আমিও চলি
ফোটাতে হবে যে কলি
আগে যেতে হবে, মন দোলাতে|


ছেড়ে দিয়ে দলাদলি
দিতে হবে খুব তালি
পুলক আসবে ছুটে মনেতে...
পায়ে পায়ে পথ চলি
যদিও শূন্য ঝুলি
তবুও দিচ্ছি গতি চলাতে|


যা করবি খোলাখুলি
আবরণ সব ভুলি  
ইচ্ছা নিজের, ধরে রাখতে...
ইচ্ছাতে নয় কালি
জীবন হবেনা খালি
থাকবি বেঁচেও দুধে ভাতে|


সুবীর সেনগুপ্ত