যে চলে গেছে, সে তো ফিরবে না
যে এসে গেল, সেও থাকবে না
তবে কেন করা, এতই গণনা
হয় না তো বোধগম্য...
কে যে কবে যাবে, সে তো জানা নেই
কে কবে আসবে তাও অজানাই
তবুও তো প্রাণ, সমাজের মান
তাই তো জীবন রম্য।


প্রতি মুহূর্তে, বেঁচে থাকে যেন
সুখ আনন্দ, ঘোরা ও বেড়ানো
মানুষের ভাব, এই যদি হয়
তবে তো গোনাই ঠিক...
যতক্ষণ শ্বাস, ভাবনা আসে না
মৃত্যু যে হবে, কেউ তো ভাবেনা
এক সময়ের, পরে জাগে মন
আর হয় নির্ভীক।


আসলেই আসে, গোনার ভিতরে
মুছে যায় নাম, গমনের পরে
থাকার সময়, তার যে কর্ম
সেই গোনাও তো শেষ...
ভুবন রম্য, জীবন রম্য
বেঁচে থাকে প্রাণ, সুখে টানটান
সবার বেলাতে, এ এক খেলাতে
কেউ কি হয় বিশেষ!