//খাতা আছে, তুমি কই!//


কিছুই ছিল না লেখা
ছিল আঁকা বাঁকা রেখা
তাই তুমি বারবার পড়তে...
পড়তে বা দেখতে
যাই তুমি করতে
খাতাটিকে তুমি ভালবাসতে।


নিরীক্ষা করতাম
আঁখিপানে চাইতাম
এইভাবে কেটে যেত দিন...
যখনই সুযোগ পেতে
খাতাটিকে নিতে হাতে
যেন পেয়ে গেছ তুমি স্বপ্নের বীণ।


যে ভাবনা নিয়ে খাতা
সে তো বহু আগে গাঁথা
কোথায় যে ছিলে তুমি সেসময়ে...
মনের যা কল্পনা
তাই নিয়ে আরাধনা
এই ছিল একাকীর বলয়ে।


তোমার উপস্থিতি
মনে এনেছিল স্থিতি
শেষ হয়েছিল একাকীত্বের পাঠ...
আজ আবার আমি একা
স্মৃতি দিয়ে মন মাখা
আঁকা বাঁকা রেখা আর দিচ্ছে না সাথ।


সুবীর সেনগুপ্ত