শহরের মাঝে মরীচিকা কই!
এ তো নয় মরুভূমি
এখানে সবাই খুঁজেই চলেছে
শুধু এক মুঠো জমি।


যা আছে যেখানে, খুঁজলে কি পাবে!
পাবেনা, জানা কথাই
খুঁজতে খুঁজতে আরো কিছু পাবে
দমে যাবে মনটাই।


খোঁজা থাকবেই, থাকলে জীবন
হোক না সে মরুভূমি
মরীচিকা দেখে, আশাও জাগবে
খোঁজা কি থামাবে তুমি!


শহরের আলো অতি চাকচিক্য
আশা জাগাবেই মনে
তুমিও ভাববে, একমুঠো জমি
পাওয়া যাবে কোনোখানে।


মরীচিকা দেখে, ছুটিতেই থাকো
পাও কি কোথাও জল!
শহরের জমি, নয় মরীচিকা
তবুও পাবেনা ফল।


মরীচিকা নয়, নয় আলেয়াও
চোখের সামনে সব
দেখতেও পাবে, স্পর্শ করবে
খোঁজা হবে কলরব


কারো মনে নেই, কোনো ইচ্ছাই
খোঁজা হোক কলরব
তথাপি সেটাই হয়ে যে যাচ্ছে
জমিও থাকছে দুর্লভ।