অদল বদল করেই বাজুক মাদল
ছুটেই ধরুক ধ্বনির ধরণ বাদল
নড়ন চড়ন খুলুক মনের বাঁধন
বিধির বিধান ফলুক যেমন তেমন|


স্বপন হতে চাইলে হোক না রতন
কাজে বপন করুক নিয়ে যতন
কেউ যদি চায় করুক অনুকরণ
নই কি আমরা সবাই সবার মতন!


লালন পালন হয়েই তো সব জীবন
কজন করে লালন পালন স্মরণ!
যা ঘটছে তাই, করে নিলেই বরন
চাপের উপর পড়বে আচ্ছাদন|


জীবন মরন এলেই তো হয় ধোন
জানাই যায় না আসবে যাবে কখন
আঁকড়ে ধরি আমরা শুধুই জীবন
মরন পায় না একটা কোনো আসন|


ভজন গজল মনেরই বিনোদন
আহার দিয়েই থাকবে সতেজ মন
পৃথক হলেও তন এর সাথেই মন
অচল সচল হবেও যখন তখন|


কিচির মিচির তানেই প্রভাত ক্ষণ
একের পর এক বেলার আগমন
সাঁঝের সময় বিশেষ পরিবর্তন
তারপরেতে দীর্ঘ নিশার আবরণ|


অদল বদল নিত্য নিয়ত অনুক্ষণ
এই সত্যকে ভাঙবার নেই প্রকরণ
সংশয় মনে সাজালেও দিয়ে চন্দন
শান্তির এক দর্পন করে অন্বেষণ|


অভাব থাকেই কারণ কিংবা অকারণ
অনেক দিয়ে অভাব কোথায় হয় পূরণ!
মানবজাতির ভুলের মাঝেই সঞ্চালন
ভুলের কাছেই করেছে সব সমর্পন|


খুলেই দাওনা মনের বাঁধন!