//খুশীতে হারিয়ে গেলেই তো ভালো//


হারিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছ
কেন যে হারাবে, কারণ ব্যক্ত করনি
হারিয়ে গেলেও পারবে কি তুমি থাকতে!
ভালো করে ভাবো, হারানো তো নিভে যায়নি।


হারাতে চাইছ, চাইতেই পারো হারাতে
এ চাওয়ায় নেই লোভের কোনোই নিশানা
সবার ভিতরে এ চাওয়ার বীজ লুপ্ত
এর সত্যতা শুধুই আমার ধারণা।


হারানো কঠিন! বলতেও পারো তাই
হারানো সহজ, এটাও কি বলা যায় না!
সহজ কঠিন, যার যেটা হয় হোক
হারাতে চাইলে, বোঝা যায় সুখ বিমনা।


খুশীতে হারানো, এই অধিকার সব্বার
তোমার হারানো সেরকম নাকি, বলবে!
তাই যদি হয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি
এমন হারানো, তোমাকে সুস্থ রাখবে।


খুশীতে হারালে, মনটাই যাবে সুদূরে
কোথায় কে জানে, প্রতিবারই অজানাতে
আমিও হারাই, জানাতে হয় না কাউকে
প্রায় প্রতিদিন স্বপনে প্রভাতে নিশীথে।


সুবীর সেনগুপ্ত