অত্যধিক অভিমান
পারে না করতে কোনো সন্ধান
অজস্র অপমান
সইতে কি পারে নাকি সন্মান!


অব্যক্ত কথাগুলো
ধীরে ধীরে মৃত হয় আড়ালে
অন্যায্য দাবীগুলো
অচিরেই স্থান পায় পাতালে|


অশ্রাব্য গালিগুলো
বাজাতে পারে না তালি অবিরাম
অসভ্য নাচ-গান
শালীনতা ছাড়ালে কি পাবে দাম!


অবোধ্য ভাষা শুনে
বিদিত হওয়ার পথ বন্ধ
অকথ্য লেখাগুলো
দিতেই পারে-কি জ্ঞান আনন্দ!


অনিত্য যে কাজ হয়
তাতে কি দক্ষ হওয়া যায়!
অবশ্য রোজ করে
দক্ষতা খুব পাওয়া যায়|


অহরহ রাগ এই
মনটাকে করে ফেলে বিষাক্ত
আনমনে ব্যবহার
কলহের উপাচার এ যুক্ত|


অলক্ষে যে ঘটনা
তার কি সাক্ষী হতে পারবে!
অদম্য কামনাও
এই কাজে অসফল হবে|


অনন্ত ভাবনার
মাঝে শুধু ভাবনাই খেলে যায়
অদম্য ইচ্ছাকে
কখনো কি করা যায় বিনিময়!


অশুদ্ধ চিত্তকে
লালন পালন করে কি যে লাভ!
অনন্য ভালোবাসা
দিয়ে দূর করা যায় সব অভাব|


অনম্র অভিসারে
যে ফল ফলবে, হবে বিপরীত
অভদ্র আচরণ
বিকর্ষণের তার নিশ্চিত|


অভিন্ন হৃদয়গুলো
কেবলই যে স্বার্থের পক্ষে
অভীষ্ট বেশী হলে
তাতেই তো বিষাদ ভরে বক্ষে|


অরণ্য মানুষের
আরও অস্থায়ী প্রাণে এ ভুবন
অনুচিত বা উচিত
কি কারণে করা এত আয়োজন!


কি কারণে করা এত আয়োজন!