যা চাইবি চেয়ে নে না তুই
এখনতো হাওয়া আছে তোর পালে...
চেয়ে যদি পেয়ে যাস, তবে কি বদলে যাবি!
নাকি তুই চাইবি না...
যতটুকু হাওয়া আছে, তারই জোরে উড়ে যাবি|
কোথায় যাবিরে তুই! ঠিক করেছিস নাকি!
সেখানে কি আরও ভালো থাকবি!
নাকি এটা সুযোগের স্বদব্যবহার!
যে দরজা রুদ্ধ হবে, সে তো আর খুলবে না,
হয়ত, হবে না তার প্রয়োজন|
হতে পারে, তোর যা বরাত, আজ সেটা খুলে যাবে...
আলোর কিরণে তুই ভরে যাবি|
আমিও তো তাই চাই, জানিস কি, কেন!
আমার মন যে চায়, তুই ভালো থাক...
এখানে বা ওখানে, কোনো এক স্থানে|
ভুলতে পারলে, ভুলে যাস আমাকে|
এটা তো জেনেই যা...
আমার ভালবাসা থাকবে অটুট|
যদি পারি, জেনে নেব
কত বেশী আনন্দে তোর অবস্থান|
কি করবি করে নে না...
বেশী দেরী করলেই, মন যাবে ভেঙ্গে|