//কি প্রয়োজন - বিশ্বাস নাকি বাস্তব!//


আজ মনে হলো যেটা বিশ্বাস্য
কাল হয়ে গেল অবিশ্বাস্য
ভরসার জালে থাকল না ঢাকা মন...
মনের প্রকাশ প্রতি মুহূর্তে
শরীর পারে না মনকে ছাড়তে।
মনের বাইরে শরীর ঝাপসা দর্পণ।


ভাবছি ভাবছি কেবলই ভাবছি
ভাবছে সবাই, তাও বুঝে গেছি
পাগল ভাবছে তারই ইচ্ছানুসারে...
ভাবছে না নিষ্প্রাণ সম্ভার
রঙ্গীন মোড়কে ঢাকা উপহার
ভাববে না কোনো নির্জীব প্রাণ সংসারে।


ধারণা মনের বশীভূত ধারা
ডাকলেই পাই ধারণার সাড়া
ধারণা থেকেই আসে অনাস্থা-আস্থা...
দৃঢ় ধারণার ফল বিশ্বাস
বিশ্বাসে স্বস্তির নিঃশ্বাস
এই স্বস্তি কি বদলাতে পারে অবস্থা!


বিশ্বাস নয় অতি প্রয়োজন
প্রয়োজন হলো বাস্তবে মন
জীবনের পরিবর্তন আনে বাস্তব...
নয় বিশ্বাস, নয় কল্পনা
নয় কোনো স্বপ্নের আরাধনা
বাস্তব ঘিরে শুধু হোক রোজ কলরব।


আজ মন বলে করো বিশ্বাস
আমি হয়ে যাই মনেরই দাস
তারপরে শুধু ভবিষ্যতের অপেক্ষা...
কাজে বাধা আসে, আমি জাগি ত্রাসে
বিশ্বাস আর থাকেনা বিলাসে
বিশ্বাস হয়ে যায় এই মনে বিভীষিকা।


সুবীর সেনগুপ্ত