//'কিছু' কেন বলা প্রতিদিন//


কিছু নাই, তবু আছে তো কিছুই
স্বীকার করি বা না করি
কিছু যে আছেই করব প্রমাণ
প্রাণ আছে, বাঁচি মরি।


'কিছু' শব্দটি বড় বিচিত্র
'কিছু' মানে কেউ জানে না
বলে দিয়ে 'কিছু' পার পাওয়া যায়
'কিছু' যে অনেক নিশানা।


কিছু কাছাকাছি, কিছু নাচানাচি
কিছু উজ্জ্বল হওয়া
কিছু দরকারি, কিছু তাড়াতাড়ি
কিছু ময়লাকে ধোয়া।


কিছু বিশ্বাস নিয়ে গড়াগড়ি
দিতে বেশ ভালো লাগে
কনকনে শীতে রোদে পিঠ পেতে
কিছু তাপে মন জাগে।


কিছু কথা নিয়ে বাঁচতে পারি না
কিছু বেশী চায় মন
থামতে কি পারি কিছু কথা শুনে
কানে ধরি টেলিফোন।


রীতিনীতি কিছু কিছু পেয়ে যাই
আরো যোগ করি সময়ে
কিছু অযুক্তি ধরে চলে থাকি
সামলাই অভিনয়ে।


কিছু প্রেম করি প্রথম জীবনে
ভালবাসা পেতে, তাই কি!
এসে যায় কিছু ভালবাসা পাতে
প্রেমও হারায়, নয় কি!


কিছু লেখাপড়া করে দিশাহারা
কিছু বেশী হলে ক্ষতি কি!
কিছু মনগড়া ধারণার সাথে
ভাবনার পথ খোলে কি!


কিছু কাজ করে কিছু সন্মান
কিছুজন পেয়ে যায়
আরো কিছুজন অনেক করেও
কিছুই না পেয়ে অভিমান।


কিছুক্ষণ পাশে থাকার পরেও
ছাড়তে চায় না মন
বহুক্ষণ পাশে রেখেও পাই না
তৃপ্তির আবরণ।


প্রতিদিনকার কথাতেই 'কিছু'
কেন, তার কী কারণ!
কিছু ব্যবহারে সংলাপ বাড়ে
'কিছু'র নেই বারণ।


কিছু কবিতার গঠনের পরে
কিছু প্রকাশের আশা
লিখতে লিখতে কিছু কিছু কথা
হারিয়ে ফেলেছি নিরাশা।


সুবীর সেনগুপ্ত