কিছু পেয়ে গেছি।
।।সুবীর সেনগুপ্ত।।


পেয়ে গেছি দিন, এসে যায় পর পর
দিনের উপর, এ জীবন নির্ভর।


দিনকে পেয়েছি, সাথে এসে গেছে রাত
ভোগ করে যাই, দিন ও রাতের স্বাদ।


পেয়ে গেছি চাঁদ, ঘিরে অগুণিত তারা
কখনো সখনো, জোটে উল্কার ধারা।


পেয়ে গেছি গাছ, বিভিন্ন সব আকারে
গাছে ভরা পাতা, বিবিধ রূপের বাহারে।


মন পেয়ে গেছি, চেতনার অধিকারী
চিত্তের মাঝে, ভাবনার ছড়াছড়ি।


পেয়ে গেছি রঙ, কত প্রকারের জানিনা
ভুবনের বুক, যেন রঙ দিয়ে বোনা।


পেয়ে গেছি লোভ, হিংসা ও কুটিলতা
এ কেমন পাওয়া, যা আনে আশায় ভাটা!


হাসি পেয়ে গেছি, যার নেই পরিমান
নিতেও হয়েছে কান্নাকে, করে অভিমান।


পেয়ে গেছি স্বাদ, দৃষ্টি স্পর্শ শ্রবণ
গন্ধের সাথে, পাঁচ ইন্দ্রিয়ে জীবন।


ভালবাসা পেয়ে গেছি, যা ছিল স্বপ্ন
মানবের দেহ, পেয়েই জীবন ধন্য।


পেয়েছিও আমি সে সুযোগ, যাতে শিক্ষা
না নিলেও হতো, তবুও নিয়েছি দীক্ষা।


পেয়ে গেছি সেটা, যাকে বলে থাকি ধর্ম
এ তো উপহার, পেলেই একটা জন্ম।


পেয়েছি পোশাক, পাদুকা চশমা ঘড়ি
গাড়ীও পেয়েছি, পেয়েছিও পাকা বাড়ী।


পেয়ে গেছি ভাষা, যাতে লেখালেখি করি
ছাই আর ভস্মে, শত শত পাতা ভরি।


পেয়ে গেছি কিছু জ্ঞান, কিছু বই পড়ে
একাগ্রতাও, পেয়ে গেছি মন ভরে।


সব পেয়ে গেছি, বলাটাই হবে ভুল
যা কিছু পেয়েছি, তাতে আনন্দে মশগুল।