'কিছু' শব্দের কিছু ব্যবহার।
       ।।সুবীর সেনগুপ্ত।।


কিছু নেই, তবু আছে তো কিছুই
স্বীকার করো বা না করো
কিছু তো আছেই, বলব প্রমাণ!
প্রাণ আছে, তাই ধরো।


কিছু শব্দটা, বড়ই ভুতুড়ে
কিছু মানে কেউ জানিনা
বলে দিয়ে 'কিছু', পার পাওয়া যায়
না হলেও ঠিক নিশানা।


কিছু কাছাকাছি, কিছু নাচানাচি
কিছু উচ্ছ্বল হওয়া
কিছু দরকারি, কিছু তাড়াতাড়ি
কিছু ময়লাকে ধোয়া।


কিছু বিশ্বাস, নিয়ে গড়াগড়ি।
দিতে বেশ ভালো লাগে
কিছু কিছু শীতে, রোদে পিঠ পেতে
কিছু তাপে তন জাগে।


কিছু কথা নিয়ে, বাঁচতে পারিনা
কিছু বেশী চায় মন
থামতে কি পারি, কিছু কথা শুনে!
তুলে নিই টেলিফোন।


রীতি আর নীতি, কিছু পেয়ে যাই
আরো যোগ করি সময়ে।
কিছু অযুক্তি, ধরে চলে থাকি
সামলাই অভিনয়ে।


কিছু প্রেম করি, প্রথম জীবনে
পেতে ভালবাসা, তাই কি!
এসে যায় কিছু, ভালবাসা পাতে
প্রেমও হারায়, নয় কি!


পড়ি খুবই কম, যে কারণে হোক
বলি কিছু কিছু পড়ি
'কিছু' 'কিছু' হয়, উপযোগী সাথী
সংসারে সংসারী।


কিছু অপবাদ, সহে নিয়ে থাকি
কিছু কি জানাই তার!
কিছু হাসি দিয়ে, সব ঢেকে রাখি
যা আমার তা আমার।


কিছু ভাসা ভাসা, চোখে চেয়ে থাকি
নিসর্গতার ডাকে
সংবিত ফিরে আসে, কিছু ভেবে
বাঁচার তাগিদ ডাকে।


'কিছু' 'কিছু' হয়, খুব ব্যবহার
কি কারণে হয় তাই!
সঠিক সংখ্যা, সঠিক মাপের
ভিতরে কেন না যাই!


অনেকের থেকে, কয়েকটা চাই
'কিছু' বলা দরকারি
এমন ব্যাপারে, নেই তো প্রশ্ন
কিছু নিই সরাসরি।


কিছু আছে, আরো কিছু যোগ হলে
যা হবে তাও তো কিছু
আর করব না, এই শব্দের
আমি অকারণ পিছু।