সব কিছু চাই না তো
চাই কিছু অবিরত...
সব নিয়ে করব কি
সব শুধু দেয় ফাঁকি...
সব কিছু চাওয়া যায়
যার ইচ্ছা সেই চায়...
কেন চায় সেই জানে
জানতে চাই না মানে...
ছোট এক মাথা নিয়ে
চলছে জীবন ধেয়ে...
যাই দেখি যাই শুনি
মাথাতেই জাল বুনি...
যা কিছু দখলে আসে
মাথাতেই থাকে বসে...
ভুলে গেলে লোকসান
হিসেবে রাখলে মান...
দখল যতই বাড়ে
বোঝাও ততই ঘাড়ে...
তখন এ মন বলে
থাকোনা কমের দলে...
কম চাওয়া দেবে কম
দূরে যাবে বহু ভ্রম...
সব নিয়ে মাথা ভারী
চাপ আসে তড়িঘড়ি...
কিছু তো পেতেই হবে
আয় থেকে তা আসবে...
এ ছাড়া যা পেতে চাই
সে তো প্রয়োজনে নাই...
তাও যদি পেয়ে যাই
উপরি পাওনা ভাই...
কয়েক দিনের প্রাণ
তাতে চাই হাসি-তান...
নিয়ত থাকবে হাসি
সাথে ভালবাসাবাসি...
জীবনের মানে নেই
পেলেও তা হারাবেই...
না চেয়েই পেয়েছি
জীবনকে মেনেছি...
জীবনের অনুভব
চায় না ভীষণ রব...
রব আসে 'সব' থেকে
জীবন তাতেই ঢাকে...
আমি চাই না তো রব
কিছু নিয়ে উৎসব...
'কিছুই' আমার সব
'কিছুই' তো বৈভব|