//কিঞ্চিত সুখ প্রধান অস্ত্র//


সুখ আমার এক প্রধান অস্ত্র
ধরেও রেখেছি সাথে
আমার যা সুখ, অতি সাধারণ
ছড়িয়ে রয়েছে ধরাতে।


এই সুখ নিয়ে, চলছে জীবন
খুব মসৃন, তা তো নয়
বাধা যদি আসে, নিমেষে হারায়
সুখের অস্ত্রে পাই জয়।


এরকম সুখ, সকলের তরে
পাওয়ার ইচ্ছা চাই
এই ইচ্ছাই, গড়ে অনুভুতি
সে তো শান্তির ঠাঁই।


কম কম সুখ, তাতে রঙ নেই
সবটাই সাদা কালো
রঙ নেই, তাই চোখও ধাঁধে না
সাদা কালো মৃদু আলো।


কখনো হয় না, রঙ্গীন স্বপ্ন
আমার সুখের অংশ
হতে চাইলেই, ভাবনা রঙ্গীন
না ভেবেই করি ধ্বংস।


শপথ করেছি, যে সুখ ধরেছি
সেই সুখে হব মগ্ন
মন থেকে আমি, সরাতে পেরেছি
অন্য সুখের লগ্ন।


আমি সুখী, সেটা জেনেই গিয়েছি
দুঃখ কি নেই জীবনে!
আছে আছে, তবে দুঃখকে ঢাকে
সুখ তার আবরণে।


বিলাসের বিষ, মিশতে দিইনি
অল্প সুখের কলসে
যে কলস কভু, হয় না শূন্য
না হয় পূর্ন তরসে।সে


অজান্তে সুখ, এসে যায় কাছে
সরেও যায় অজান্তে
যে পারে করতে, সুখকে বন্দী
যায় না সুখের অন্তে।


Subir Sengupta