//কিন্তু লেখায় ঝোঁক//


প্রত্যেকদিন লিখে যাব কিছু শব্দ
তা সে যাই হোক, পদ্য গল্প
হতে তো পারেও ফর্দ!


ইচ্ছা হয়েছে জানার, এই কারণ
লেখা মনোরম, তাই কি!  
নাকি ব্যস্ত রাখতে মন!


প্রত্যেকদিন ঘুমোবই আমি
এই কথা কেন লিখব!
লিখলে পাগল হব|


প্রতিদিন কিছু, লেখে কি সবাই!
লেখা হয় নাকি বাঁচারই দায়!
বলা বাহুল্য এ কথাই|


প্রত্যেকদিন, সব্বাই কথা শুনবে
বাড়ীতে কিংবা পাড়াপড়শীর
জানিনা শুনে কি করবে|


প্রত্যহ কিছু, না খেলে চলবে না
উপসিত হয়ে থাকা তো ভিন্ন
উপোষ নিজের ধারণা|


প্রত্যেকদিন, ভালবাসতে কি পারি!
পারিনা, এটাও সব্বার জানা
যে পারে, সেই তো হরি|


প্রতিদিন, কিছু কাজ করতেই হবে
কিছু কাজ ফেলে রাখলেও হয়
গড়িমসি করে কি হবে!


প্রতিদিনকার, যত উদ্ভট কল্পনা
কল্পনা শখ, বলতেই পারি
তাই দিয়ে আলপনা|


প্রত্যেকদিন খবর খুঁজেই চলি
নব সন্দেশে নব নব জ্ঞান
ভরতেই থাকে ঝুলি|


প্রত্যেকদিন, একটা দিন হারাই
এই হারানোয় সবাই সমান
কি বিশেষ হবে ধারণাই!


প্রত্যেকদিন, রকমারি সব ইচ্ছা
পূরণ হয় না বেশী ইচ্ছাই
আপোষেই মরে ইচ্ছা|


প্রতিদিন লেখা, নয় কিছু আহামরি
নাছোড়বান্দা হতেই পারিনি
লেখাতেও ফাঁকি ভরি|


প্রত্যেকদিন, লেখা শুধু এক শখ
শুধু হিজিবিজি হয়ও কখনো
কিন্তু লেখায় ঝোঁক|


সুবীর সেনগুপ্ত