//কবিতার প্রান্ত//


ভাবনার ধারা অটুট রাখতে
করলাম শুরু লিখতে
লিখে ফেললাম, প্রথম পংক্তি
মন গেল দ্বিতীয়তে।


ধারা বহে যায়, তাই তো নিয়ম
ধারা খুঁজে পেল পথ
দ্বিতীয় তৃতীয়, পংক্তিও শেষ
পূর্ণ হলো না মনোরথ।


যত ভাবি, তত আগে যায় ধারা
লিখে ফেলি, চার পাঁচ ছয়
প্রবাহিত ধারা, থামতে দেয় না
শেষ হয়, সাত আট নয়।


ভাবনার ধারা, থামাতেই হবে
চাই কবিতার প্রান্ত
এখন আমার, লক্ষ যে তাই
লেখা শেষ হলে শান্ত।


দ্বিতীয় তৃতীয়, পংক্তির শেষে
আসেনি তো মনে প্রান্ত
অষ্টমে এসে, কেন এলো মনে!
আমি তো হইনি ক্লান্ত।


আর এক পংক্তি, লেখা হয়ে গেল
পরের পংক্তি দশম
আরো লিখব কি, নাকি থেমে যাব
যদিও লেখাতে সক্ষম।


আর নয়, আর কিছুতেই নয়
দেখতেই হবে প্রান্ত
কাগজ কলম, রাখলাম দূরে
কবিতার হলো অন্ত।


শুরু আর শেষ, কোনো কবিতার
কবির এক্তিয়ারে
প্রান্ত দেখবে, কবি অনুভবে
নিয়মের তার ছিঁড়ে।


সুবীর সেনগুপ্ত