//কবিতায় খুঁজি কোনো এক সন্দেশ//


কবিতা আমার ভাবুক মনের সঙ্গী
কবিতা সাজাই বাস্তবতার রূপে
সময় মানে না কবিতা, তা তো জানি
আসলে কবিতা জীবনের শতরূপে|


কবিতা আমার নিত্য দিনের কর্মে
লেখার পরেই একটু হলেও তৃপ্তি
কবিতা আমাকে, করে না তো দিশাহারা
কবিতা গড়েও ভাবিনা, মহানকীর্তি|


বলব না আমি রক্তে মেশানো নেশা
কিছু সামর্থ্য আছে, তাই লিখে ফেলি
ভালো মন্দের বিচারে যাই না খুব
এই কাজ দিয়ে সময়কে দূরে ঠেলি|


কবিতা হলেই খুঁজে ফিরি এক সন্দেশ
এই বুদ্ধিতে যদি পাই, পড়ি বারবার
সেই সন্দেশ কাজে লাগানোর চেষ্টা
তবে কি কবিতা শেখার প্রতীক আমার!


কবিতাতে পড়ি অলীক কামনা, খেয়াল
স্পৃহা, আকাঙ্খা, বাসনাও কবিতাতে
শ্মশানের ছবি, উঠে আসে কবিতায়  
অনেক কবিতা, পারিনাও আমি বুঝতে|


অভিজ্ঞতায় যা নেই, তা লিখি
বাস্তব থেকে দূরে চলে যাই
ধারণাই বলো, বলো কল্পনা
যা এলো মনেতে, কাগজে ছড়াই|


কবিতা আমাকে মাতাল করেনি
বাধ্য করেছে ভাবতে আমায়  
চেতনায় তার প্রভাব পড়েছে
কবিতা দেখলে চোখ চলে যায়|


পার্থিব কিছু দেয়নি কবিতা
কবিতার থেকে কিছু তো পেয়েছি
সেই 'কিছু' নেই কোনো ব্যাখ্যায়
এ যে অনুভূতি মেনেও নিয়েছি|


সুবীর সেনগুপ্ত