ধরতে চাইনি যখন এক হাত
কেউ ধরে রেখেছিল হাত
আজকে যখন বাড়িয়েছি হাত
কেউ তো দেয় না সাথ|


যে এক ধারায় চলে এ জীবন
অদ্ভুদ এই ধারার গঠন
যখন চাইছি, তখন পাই না
যখন চাই না, আসেই তখন|


জন্মের থেকে ধরা ছিল হাত
শৈশবে তার অভাব হয় নি
কিশোর যখন, হাত ছাড়া পেল
কিন্তু অভাব বুঝতে পারিনি|


এলো যৌবন, ভাবনায় 'হাত'
জাগলো ইচ্ছা পূর্ণ সাথীর
চাপ তাড়া দিলো অন্বেষণের
ভরতে হবে যে ছোট্ট কুটির|


যে হাত ধরতে চায় এই মন
সে হাত আসেনা সহজে সামনে
যে হাত সহজে ধরতেই পারি
সে হাত ধরতে এ মন না মানে|


কখনো ধরেছি এক হাত আমি
সেই বন্ধন শিথিল হয়েছে
আবার এক হাত পাওয়ার ইচ্ছে
বিবর্ধিত হয়েই চলেছে|


মনের ধারণা নয় স্বীকৃত সত্য
হাতে হাত আসে, হাত খালি হয়
একটি হাতকে জড়িয়ে নিয়েই
যে জীবন কাটে, তার হয় জয়|