//কল্পনা ও বাস্তব, দুটো একক মান//


বাস্তব নিয়ে, খেলেই চলেছ
খেলতে খেলতে, কবিতা গড়ছ
বোধহয় চাইছ, করতেই মনোরঞ্জন...
বাস্তব তুমি, ভালবাসো বুঝি!
কল্পনা নিতে, কোথায় অরুচি!
কল্পনাতেও, আছে প্রমোদের বহু সাধন|


এক সঙ্গীকে নিয়েই জগৎ
আর এক সঙ্গী করতে অমত
কি কারণে তুমি, ঢাকতে যে চাও কিছু রঙ!
রঙ বেরঙের খেলাই জীবন
বাস্তব, সাথে কল্পনা বন
দুটোকে মিলিয়ে, প্রকৃত ভাবের উন্মোচন|


বাস্তব আছে, কোথায় আর যাবে!
কল্পনাও তো, কল্পে ভাসবে
চোখ মেললেই, ধরা দেবে চোখে বাস্তব...
কল্পনা মানে, চলে আসে মন
ভাবনা অসীমে, করে বিচরণ
তারই থেকে বাস্তব, গড়ে তোলা সম্ভব|


কল্পনা আর বাস্তব নিয়ে
তুলনা করলে, যাবেই হারিয়ে
সংকোচ এসে ধরবে জড়িয়ে, এই মন...
জ্ঞানীদের কাছে, তুলনার স্থান
ডুবতে ডুবতে, ভাবা সন্মান
কল্পনা ও বাস্তব, দুটো একক মান|


কবিতা গড়বে কথা ও ছন্দে
কথা চারিদিকে, ভালো ও মন্দে
কোনটা ধরব, এ তো খেয়ালের ধারা...
কল্পনাতেও কবিতা লুকিয়ে
সক্ষম হলে, আসেও বেড়িয়ে
এমন কবিতা, অগুণিত ঢেউ এ ভরা|


কে না যায় বলো, কল্পনাতেই!
সকলেও বাঁচে, এই বাস্তবেই
শুধু ভাবনা কি, কবিতা গড়তে পারে!
ভাবনা, সাজিয়ে তোলাই আসল
আসতেই থাকে, যা অনর্গল
সাজানো জানলে, সহজে কবিতা গড়ে|


যে ভাবেই হোক, কবিতাকে গড়া
কবিতা থাকবে, কবিতাতে ভরা
কল্পনা বা বাস্তব, তাতে জুড়লে ভুল...
কবিতা কবিতা-রূপেই তো মান
কবিতার ভাবই, পায় সন্মান
কল্পনা আর বাস্তব, কেন ছিঁড়বে চুল!


সুবীর সেনগুপ্ত