কল্পনা জুড়ে পেয়েছি এক পথ
জানিনা তো শুরু, কিংবা পথের শেষ...
একলাই চলি, এই পথ ধরে সময়ে
বিপদবিহীন এ পথের নেই শেষ।


আলো নেই, নেই শব্দের আলোড়ন
যান ও বাহন, চলে না তো গতিতে...
হাওয়া নেই, নেই বর্ষার আবেদন
প্রতিবাদ, কেউ করে না তো দাবীতে।


অনন্ত এই পথ, রাজপথ নয়
নয় কোনো স্থান, পথচারীর জন্য...
এই পথে চলা, অদ্ভুদ অনুভূতি
দৃষ্টি হয়না, কখনও অগ্রগণ্য।


সব স্বাধীনতা, ছড়িয়েছে এই পথে
উৎকণ্ঠায়, কণ্ঠ হয়না রোধ...
চঞ্চল হয়ে, মন চলে না তো বিপথে
হারায় হিংসা, ঈর্ষা ও প্রতিশোধ।


এই পথে আছে, স্বভিমানের স্তম্ভ
দম্ভ চূর্ণ হয়ে যায়, তার পরশে...
তাই আসি, এই পথেও নিত্যদিন
ভাসাই নিজেকে, অভিনব উচ্ছ্বাসে।