যামিনী যায়নি, আসেনি প্রভাত
যেদিকে তাকাই, শুধু সঞ্জাত
সকলে মগ্ন হয়ে আছে ঘুমে
স্বপ্নের মাঝে খুলছে বরাত|


ঘুমের প্রহার সরিয়ে রেখেছি
কল্পনাতেই মন ডুবিয়েছি
রাত্রি থাকুক, তাই আমি চাই
যত কল্পনা নিশীথেই পাই|


শান্ত নিঃঝুম আবহাওয়ায় মন
ভিন্ন ধারায় মন বিচরণ
সৃষ্টি, কেবল সৃষ্টি মাথায়
আমার সৃষ্টি শুধুই কথায়|


ঊষার সময় প্রায় এলো বলে
কিচির মিচির পাখীদের সাড়া
হচ্ছেও ভারী আঁখির পলক
নিদ্রা করছে স্ববেগেও তাড়া|

ঘুমের প্রহার আর সরবে না
আঁখির পলক আসবেও বুজে
আবার আসবে রাত্রি এগিয়ে
কল্পনাকেও পেয়ে যাব খুঁজে|


কল্পনাতেই আমার সৃষ্টি