আজকে সূর্য্য ওঠেনি, তাই তো
সকাল হয়নি ধরাতে
আজকে সকলে ঘুমিয়ে রয়েছে
থেমে থাকা এই নিশীথে|


আজ শুনছি না শঙ্খের ধ্বনি
যা শুনতে পাই প্রভাতে
আজ নেই পাখীদের কিচমিচ
আলো-আবছায়া মায়াতে|


আজ শুনছি না কা কা ডাকগুলো
চুপচাপ সবগুলিতে
আজ খবরের কাগজ আসেনি
কাটেনিও ছাপ মনেতে|


আজ আকাশের বুকেতে তারারা
হারিয়ে যায়নি আলোতে
আজ তপন এর কীসের যে রাগ
পারিনি এখনো বুঝতে|


আজ তাড়া নেই দরজা খোলার
গোয়ালা ঘুমিয়ে বাড়ীতে
আজ ডাকবে না গিন্নী আমার
ধরাবে না থলি এ-হাতে|


আজ সোমবার হওয়ার তো ছিল
হয়নি, রয়েছে রবিতে
আজ অফিসের হাতছানি নেই
বেশী অবসর এ-হাতে|


আজ বেড়ে গেছে খুশীর আমেজ
অযাচিত এই মনেতে
আজ আবার রবিবারের স্পর্শ
বাধ্য করেছে ভাবতে|


আজকে সূর্য্য কেন নেই! সেটা
যেই না আসলো মনে
গভীর ঘুমের হল অবসান
উজ্জ্বল আলো সামনে|


কল্পনাতে আল্পনা