করা না করার ছোট্ট উপাখ্যান|
        || সুবীর সেনগুপ্ত ||


মন্ত্র শিখিনি, ধরিনি যন্ত্র হাতে
প্রমাদ গুনিনি, তাও তো এসেছে পাতে|


কলম ধরেছি, ডুবেছি বই এর পাতায়
মিথ্যের ছবি, আঁকিনি তো কবিতায়|


উড়তে শিখিনি, চড়িনি বৃহদ বিমানে
অনুভব নেই, বলা নেই অকারণে|


ছোট্ট দেখেছি, বৃহদের আঁচ পেয়েছি
ছোট্ট চাইনি, এসেছে সেটাই নিয়েছি|


অন্ত দেখিনি, হয়েছি শান্ত সময়ে
সূচনা ছাড়িনি, করেছিও মন দিয়ে|


আদর পেয়েছি, রেখেছি মনের পাতায়
করুণা জেনেছি, মেনেছি এ নয় দায়|


স্বত্ব ছাড়িনি, প্রভুত্ত্ব রেখেছি দূরে
নায়ক হয়নি, শত্রু গিয়েছে বেড়ে|


শ্রদ্ধা পেয়েছি, যতটুকু তাই সই
শ্রদ্ধা করেছি, মন খুলে অবাধেই|


দূর্গ গড়িনি, দরকার নেই ভেবেছি
অধৈর্য হইনি, মনকে শান্ত রেখেছি|


স্মরণ করেছি, রম্য ঘটনাগুলো
তৃপ্তি পেয়েছি, নিয়ে ঘটনার ধুলো|


গর্ব করিনি, অনেক সফল হয়েও
প্রসন্ন হইনি, অযাচিত কিছু পেয়েও|


তখনই গুনেছি, যখন গোনা প্রয়োজন
তাই জমিয়েছি, যেটা উপযোগী উপার্জন|


অযথা বলিনি, চায়নি যে মন বলতে
শ্রবণ থামেনি, পারে কি শ্রবণ থামতে!


বিষাদ রাখিনি, আঁটসাঁটভাবে ধরে
আনন্দ ছাড়িনি, রেখেছি ভীষণ আদরে|


স্বপ্ন দেখেছি, দু-নয়ন মুদে নিশীথে
'খেয়াল' রেখেছি, না দেখা গগনপ্রান্তে|


ধর্ণা দিইনি, স্বীকার করেনি চেতনা
আদায় হয়নি, সহেও নিয়েছি বেদনা|


প্রেম তো করেছি, অল্পদিনেই শেষ
করে কি পেয়েছি! তুচ্ছ কিছু আবেশ|


'করিনি' 'করেছি', হিসাব কি রাখা যায়!
হিসাব রাখার প্রয়াস বিফলে যায়|