//কর্মে জুড়তে হবে মননশীলতা//


ভুলতে না চাইলে, থাকবেই মনে
স্মৃতি নিয়ে করবে কী, প্রত্যেক দিনে!


চাই যদি ভুলতে, কী করতে হবে!
এই জ্ঞান দেয় নাকি, কেউ এই ভবে!


ভুলবার জ্ঞান নেই, তবু যাই ভুলে
সব কিছু ভুলিনা তো, এটা কোন ছলে!


লিখব পরীক্ষাতে, বহু কিছু শিখি
লেখার সময়ে, সব ভুলভাল লিখি।


চাইনা যা ভুলতে, তাই ভুলে যাই
আর যা যা মনে থাকে, প্রয়োজন নাই।


কেন যে বলছ তুমি, এই স্বাভাবিক!
তাহলে বলতে হবে, ইচ্ছা বেঠিক।


কিছু কিছু রোজ জানি, নতুন নতুন
কিছু কিছু থাকে মনে, কিছু হয় খুন।


কী থাকবে মনে, আর কী যে থাকবে না!
দ্বায়িত্ব কার, সেটা জানাও যাবে না।


কিছুই কী শিখি নাকি, পরে ভুলে যেতে!
শেখার কারণ হলো, জ্ঞান বৃদ্ধিতে।


যে জ্ঞান বৃদ্ধি হলো, হারিয়েও গেল
শেখার কারনটাই জ্বলে পুড়ে গেল।


কেউ বলে ভুলে যাওয়া, এটা এক রোগ
ওষুধ খেয়ে কী, কেটে যাবে দুর্ভোগ!


ভুলে যাওয়া রোগ নয়, তাই মনে হয়
এ এক সমস্যা, যা দূরে ঠেলা যায়।


শুধু চাই সদিচ্ছা, করতে এই কাজ
ধীরে ধীরে, পরিবর্তনে হবে সাজ।


ভুলে যাওয়া রোগ থেকে, উদ্ধার পেতে
মননশীলতা হবে কর্মেই জুড়তে।


নামটা শুনেই, যদি হই বিচ্ছিন্ন
নামটি ভুলেই যাবো, থাকবে না চিহ্ন।


নামটিকে নিয়ে, যদি দুই পল ভাবি
কোনো এক প্রসঙ্গে, জুড়ে দিয়ে ছবি।


পরে সেই প্রসঙ্গই, কাজে লেগে যাবে
মনে পড়ে যাবে নাম, আনন্দ হবে।


একটু প্রয়াস চাই, প্রথম প্রথম
কেল্লা হবেই ফতে, বলি একদম।


সুবীর সেনগুপ্ত